'ব্র্যান্ড' শব্দটির সাথে আপনি নিশ্চয়ই পরিচিত। ব্র্যান্ড হচ্ছে এমন প্রতীক, শব্দ বা নাম যা কোন পণ্য, ব্যক্তি বা প্রতিষ্ঠান'কে অন্যদের থেকে আলাদাভাবে উপস্থাপন করে। আর এই আলাদাভাবে উপস্থাপনের প্রক্রিয়া'কে আমরা 'ব্র্যান্ডিং' বলতে পারি।
অনেকের ধারণা 'ব্র্যান্ডিং' মানে পণ্য বা প্রতিষ্ঠান'কে পরিচিত করে তোলা। এই ধারণা আংশিক সত্য। মূলত 'ব্র্যান্ডিং' বেশ দীর্ঘ প্রক্রিয়া।
অডিয়েন্সরা আপনার কোনো একটি পণ্যের বিজ্ঞাপন বারবার দেখছে, মানুষের মুখে শুনছে, ব্যবহার করে সুফল পেয়েছে এমন যদি হয়, তবে একে 'ব্র্যান্ডিং' বলা যায়।
ব্র্যান্ডিংয়ের ফলে আপনার পণ্য বা প্রতিষ্ঠান মানুষের কাছে আলাদাভাবে পরিচিত হয়৷ ফলে গ্রাহকদের সাথে সহজে সুসম্পর্ক তৈরি হয়৷ এতে আপনি প্রতিযোগিতায় এগিয়ে থাকেন৷
তো প্রত্যেক বিজনেস উনার নিজেদের বিজনেস গ্রো করার জন্য 'ব্র্যান্ডিং' করতে চায়৷ কিন্তু বুঝে উঠতে পারে না কিভাবে করবে!

আপনার ব্যবসার প্রসারের জন্য ✨
#Digital_Growth_Agency আছে আপনার পাশে।